জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকীর হোসেন, নির্বাহী পরিচালক, কবি নজরুল ইন্সিটিউট এবং লীনা তাপসী খান, নজরুলসঙ্গীতশিল্পী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সাকিলা মতিন মৃদুলা। অনুষ্ঠানে অতিথিগণ উপস্থাপকের সঙ্গে আলাপচারিতায় কথা বলেছেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে। আলোচনা করেছেন কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণাসহ নানা জানা-অজানা প্রসঙ্গে। শিল্পী লীনা তাপসী খান আলোচনার পাশাপাশি নজরুলের জনপ্রিয় গানের দুই-এক লাইন গেয়েছেন। অনুষ্ঠানটি বাংলাভিশনে স¤প্রচারিত হবে আজ বিকেল ৫টা ১৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন