ব্রিটিশ অভিনেতা জন ক্লিজ একটি চ্যাট শোতে তার প্রাক্তন স্ত্রীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। তিনি এই অনুষ্ঠানে বলেছেন, তার ‘দুয়েকজন স্ত্রী’ মৃত হলেই বরং তিনি খুশি হতেন।
৭৭ বছর বয়সী কমেডি অভিনেতাটি চারবার বিয়ে করেছেন এবং বিবাহবিচ্ছেদের ক্ষতিপূরণ হিসেবে ৩০ মিলিয়ন ডলার গুনেছেন। তিনি জানান, এদের মধ্যে কেউ একজন যদি গাছের নিচে পড়ে মারা যেত তাহলে ভালোই হতো।
“আমি ৩৪ বছর ধরে বিবাহিত জীবনযাপন করছি। চারজন আলাদা স্ত্রীর সঙ্গে। আমার প্রাক্তন স্ত্রীদের একজন মারা গেছে, আপনারা কি জানেন? এটা ছিল দুঃখজনক, কারণ ভুল জন মারা গিয়েছে”, তিনি বলেন। বিষয়টি খোলাসা করতে গিয়ে তিনি বলেন, “না, না, তাদের প্রতি আমার কোনো রাগ নেই। তাদের মধ্যে দুয়েকজন যদি মৃত হতো তাহলে ভালোই হতো, তবে তাদের ওপর আমার কোনো ক্ষোভ নেই। মানুষ হিসেবে তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।
“যত বিনয় নিয়ে বলা যায় তা নিয়েই তাদের মৃত্যু কামনা করছি। হ্যাঁ বিনয় নিয়ে। আর ধীর আর যন্ত্রণাদায়ক, অনেক বছর ভুগে মৃত্যু নয়। গাছের নিচে পড়ে দ্রæত মৃত্যু ঘটার মতো।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন