জানা গেছে ভারতের একটি প্রকাশনা সংস্থা একটি বই লেখার জন্য অভিনেত্রী বিদ্যা বালানের সঙ্গে যোগাযোগ করেছে। টিভি বিজ্ঞাপন আর মিউজিক ভিডিওর তারকা থেকে বলিউডের সবচেয়ে প্রশংসিত অভিনয়শিল্পী হিসেবে তার স্বীকৃতি পাওয়ার এক দীর্ঘ যাত্রার আখ্যান এই বইটিতে স্থান পাবে বলে জানা গেছে।
এক সূত্র একটি দৈনিককে বলেছে, “এই বইটিতে টেলিভিশন তারকা থেকে তার সুপারস্টার হওয়ার যাত্রা স্থান পাবে। এতে যেমন তার চলচ্চিত্র ক্যারিয়ারের বর্ণনা থাকবে তেমনি থাকবে তিনি যে ধারার সূচনা করে জনপ্রিয় করেছেন তার বিবরণ, এ ছাড়া তার সমাজকর্মও এতে জায়গা পাবে। তিনি তার একান্ত জীবন আর পেশাগত জীবনের মাঝে যেভাবে ভারসাম্য রেখে চলেন তাও গুরুত্ব পাবে এই বইটিতে। কারণ এ বিষয়টি নিয়েও তার ভক্তদের আগ্রহ আছে।”
বইটি কবে এবং কোন প্রকাশকের মাধ্যমে প্রকাশ হবে তা জানা যায়নি।
সুজয় ঘোষের পরিচালনায় বিদ্যা অভিনীত ‘কাহানি টু : দুর্গা রানি সিং’ আগামী ২ ডিসেম্বর মুক্তি পাবে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন রামপাল, যুগল হানসরাজ এবং খরাজ মুখার্জি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন