শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

জাদুঘরে বিজন চন্দ্র মিস্ত্রীর একক সংগীত সন্ধ্যা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:২১ পিএম

স্টাফ রিপোর্টার : শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রীর জন্ম বরগুনা জেলার নিমতলী গ্রামে ৮। গ্রামের কীর্তনের মাধ্যমে তিনি সংগীতের সাথে যুক্ত হন। বরগুনার গুণী শিক্ষক যতীন মজুমদারের কাছে তার সংগীতের হাতে খড়ি। এরপর ছায়ানট সংগীত বিদ্যায়তন এবং মিউজিক কলেজে অধ্যয়ন করেন। এছাড়া ও বেঙ্গল ফাউন্ডেশনে উচ্চাঙ্গ সংগীত চর্চা করেছেন। ইতোমধ্যে শিল্পীর ঠাঁই যেন পাই চরণে ও মাটির প্রতিমা গানের একক সিডি প্রকাশিত হয়েছে। বিজন চন্দ্র মিস্ত্রী সংগীতের জন্য নজরুল একাডেমি এবং আর টিভি থেকে পুরস্কার লাভ করেছেন। ইমপ্রেস টেলিফিল্মের ছবি প্রিয়া তুমি সুখী হও ছবিতে প্লেব্যাক করেছেন। বর্তমানে তিনি ছায়ানট সংগীত বিদ্যায়তন এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে খÐকালীন শিক্ষক হিসেবে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশেষ শ্রেণীর শিল্পী। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়মিত সাংস্কৃতিক সন্ধ্যার অংশ হিসেবে ১৮ নভেম্বর ২০১৬ শুক্রবার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রীর একক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। উপস্থিত শ্রোতামÐলী শিল্পীর একক পরিবেশনা বিমোহিত হয়ে শ্রবণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন