বিনেদান ডেস্ক : অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটিতে পরিচালক চিত্রনায়ক বাপ্পির কণ্ঠে অন্যকে দিয়ে ডাবিং করিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে মামলা করেছেন বাপ্পি। এ মামলার পরিপ্রেক্ষিতে ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটির মুক্তির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ১৬ নভেম্বর বাপ্পির আইনজীবীর আবেদনের ভিত্তিতে ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ চতুর্থ আদালত এই নিষেধাজ্ঞা দেন। এ স¤পর্কে বাপ্পির আইনজীবী ওমর ফারুক আসিফ বলেন, আমি তোমার হতে চাই সিনেমাটির মুক্তির অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আমরা আদালতে আবেদন করি। আদালত আবেদনটির শুনানির তারিখ ধার্য করেন আগামী বছরের ১২ জানুয়ারি। তবে শুনানির তারিখের আগে যদি সিনেমাটি মুক্তি দেয়া হয়, তাহলে আমরা যে উদ্দেশ্যে মামলা করেছি তা ব্যর্থ হবে। তাই পুনরায় আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করলে, আদালত ১৬১ ধারায় বিশেষ ক্ষমতা বলে ১২ জানুয়ারি শুনানির তারিখ পর্যন্ত সিনেমাটির সব ধরনের প্রচার-প্রচারণা ও মুক্তির উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন