শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিজ্ঞাপনের সিক্যুয়ালে ওমর সানি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:২৪ পিএম

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের পাশাপাশি ওমর সানীকে বিভিন্ন সময় বিজ্ঞাপনে মডেল হতে দেখা যায়। ২০১৪ সালে আরএফএল প্লাস্টিকের বালতির বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। বিজ্ঞাপনটি বেশ সাড়া ফেলে। এই বিজ্ঞাপনের সিক্যুয়ালে আবারো তিনি মডেল হচ্ছেন। নাফিস ইকবালের পরিচালনায় আজ থেকে বিজ্ঞাপনটির শুটিং হওয়ার কথা রয়েছে রাজধানীর বসুন্ধরার ৩০০ ফুট রাস্তার এলাকায়। আগের বিজ্ঞাপনটির মতো এবারের পর্বেও ওমর সানীর সঙ্গে থাকছেন টাইগার রবি। ওমর সানী বলেন, প্রথম পর্বে আমি এবং টাইগার রবি কাজ করেছিলাম প্রাণ আরএফএল বালতির বিজ্ঞাপনে। দ্বিতীয় পার্টেও এর ব্যতিক্রম হচ্ছে না। আশা করছি, এবারের বিজ্ঞাপনটিও দর্শক উপভোগ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন