শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১১:৫৭ এএম | আপডেট : ১১:৫৮ এএম, ২৭ মে, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর বিএনপি

শুক্রবার (২৭ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এক পর্যায়ে প্রেসক্লাব এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশের কারণে প্রেস ক্লাবের সামনের দুই পাশের রাস্তা বন্ধ রয়েছে।

সমা‌বে‌শে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত থাক‌বেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড খন্দকার মোশাররফ ‌হো‌সেন। সমা‌বে‌শে উপ‌স্থিত আছেন ঢাকা দ‌ক্ষি‌ণের আহবায়ক আব্দুস সালাম, উত্ত‌রের আহবায়ক আমান উল্লাহ আমান এবং বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা-কর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন