শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় বিএনপির ১২ নারী নেত্রী জামিনে মুক্ত, অন্যদের শুনানি রোববার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ৭:৩১ পিএম

বৃহষ্পতিবার সংঘর্ষের ঘটনায় খুলনা বিএনপির গ্রেপ্তারকৃত ৪১ নেতাকর্মীর মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ২৯ জনকে জেলহাজতে প্রেরণ ও ১২ নারী নেত্রীকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। আজ শুক্রবার বিকেলে তাদের হাজির করা হলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আল আমিন ১১ আসামিকে জামিন ও ৩০ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পদ্মা সেতু ইস্যুকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশের সিনিয়র নাগরিকদের সম্পর্কে প্রধানমন্ত্রীর উক্তির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে হামলার পর বৃহস্পতিবার খুলনায় বিএনপির সমাবেশ পন্ড হয়ে যায়। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে খুলনা সদর থানার এস আই বিশ্বজিৎ কুমার বসু বাদী হয়ে মামলা করেন। মামলায় মহানগর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম মনা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ ৯২ জনের নাম উল্লেখসহ ৮৯২ নেতাকর্মীকে আসামি করা হয়।
শুক্রবার গ্রেফতারকৃত ৪১ নেতাকর্মীকে আদালতে প্রেরণ করা হলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেহেনা ঈসা, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, মুন্নি জামান, মিসেস মনি, কাওসারী জাহান মঞ্জুসহ ১২ নারী নেত্রীকে জামিন দেয় আদালত। বাকিদের জামিনে শুনানী আগামী রোববার অনুষ্ঠিত হবে।
আসামী পক্ষের আইনজীবী ছিলেন, এড. গাজী আব্দুল বারী, এড. মোমরেজুল ইসলাম, এড. মশিউর রহমান নান্নু, এড. তৌহিদুর রহমান তুষার, এড. আক্তার জাহান রুকু, কে এম শহীদুল আলম, এড. তফসির আহমেদ চুনি, এড. কানিজ ফাতেমা আমিন প্রমূখ।

যারা জামিন পেলেন

মহিলা দলের যুগ্ম আহবায়ক সৈয়দ রেহানা ইসা, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, কাওসারী জাহান মঞ্জু, শারমিন আক্তার, মরিয়ম খাতুন মুন্নি, ইভা জামান, মনি, রুকাইয়া শারমিন, রুবিনা, কাজলী, পাপিয়া আক্তার পারুল ও আফরোজা জামান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন