সঙ্গীতশিল্পী পড়শী গানের পাশাপাশি মাঝে মাঝে অভিনয় করেন। ইতোমধ্যে মেন্টাল নামে একটি সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন। নাটকেও অভিনয় করেছেন। সর্বশেষ আরটিভিতে প্রচারিত সাজিন আহমেদ বাবুর ‘মারিয়া ওয়ান পিস’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। এতে পড়শীর বিপরীতে ছিলেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। নিয়মিত অভিনয় করা প্রসঙ্গে পড়শী জানান, আমার প্রধান পরিচয় সঙ্গীতশিল্পী। এর বাইরে অভিনয়, মডেলিং, উপস্থাপনা যা কিছু করি তা শখের বশে করি। এটা শখ হিসেবেই থেকে যাবে। গানই আমার কাছে গুরুত্বপূর্ণ। এদিকে পড়শী চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও গান করছেন। গত ঈদে পাঁচটি নাটকে গান গেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন