একটা সময় মিউজিসিয়ান জন কবির ও অভিনেত্রী মিথিলার প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জণ শুরু হয়েছিল। তবে সে গুঞ্জণ, গুঞ্জণই থেকে গেছে। মিথিলা বিয়ে করেছেন কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে। সেখানেই সংসার পেতেছেন। ইতোমধ্যে সেখানের আরেক পরিচালকের সাথে তার সম্পর্কের গুঞ্জণ শুরু হয়েছে। তবে সম্প্রতি বিবিসি বাংলার সাথেএক সাক্ষাৎকারে মিথিলার সঙ্গে নিজের স¤পর্ক নিয়ে ব্যাখ্যা দিয়েছেন জন কবির। তিনি বলেছেন, বন্ধুরা তো অনেক ধরনের দুষ্টুমি করে, ফাজলামো করে। মিথিলা আমার কী রকম বন্ধু, সেটা আমার আব্বু (এখন বেঁচে নেই), আম্মু সবাই জানে। যখন এই স¤পর্কের গুঞ্জণ শুরু হয়, সেটা শুনে আমার আম্মু সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন। তিনি বলতেন, মানুষের কি মাথা খারাপ হয়ে গেছে! তখন আমি আম্মুকে বুঝিয়ে বলতাম, মানুষ তো আমাদেরকে ব্যক্তিগতভাবে চেনে না। তাই এরকম গল্প ছড়ায়। আসলে মানুষ গল্প বানাতে খুব পছন্দ করে। জন বলেন, তাহসানের মাধ্যমেই মিথিলার সঙ্গে বন্ধুত্বের শুরু। যারা মিথিলার সঙ্গে আমার স¤পর্কের কথা ভাবেন, তারা হয়তো এটা ভেবেই মজা পান। কিন্তু সেটাকে আমাদের ওপর চাপিয়ে দেওয়াটা সমস্যা। আমি তো জানি, আমার জীবনটা আমি যাপন করছি, মিথিলা তার জীবন। আপনাদের কথায় তো আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না। এতে আমাদের কিছুই আসে-যায় না। কারণ আমি, মিথিলা, তাহসান ভালো করেই জানি, আমরা কেমন। জন বলেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ও স্মার্টফোনের সহজলভ্যতার কারণে এসব গুঞ্জণ ব্যাপক হারে ছড়াচ্ছে। এখন ছোট পরিসরের গসিপও দ্রুত ছড়ায়। আমাদের হাতে ডিভাইস আছে, কিন্তু কীভাবে একটি ইনফরমেশন গ্রহণ করতে হয় সেই জ্ঞানের অভাব আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন