শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক মার্কিন স্পিকারের স্বামী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১০:৩৭ এএম

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টি থেকে তিনি ট্রাফিক পুলিশের হাতে আটক হন।

৮২ বছর বয়সী পল পেলোসির বিরুদ্ধে দুটি লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং পাঁচ হাজার ডলার মুচলেকায় তাকে জামিন দেয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। তবে এ বিষয়ে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।
ক্যালিফোর্নিয়ার আইন অনুসারে কোনো ব্যক্তির রক্তে অ্যালকোহলের মাত্রা প্রতি ডেসি লিটারে ০.০৮ গ্রামের বেশি হলে তিনি গাড়ি চালাতে পারবেন না।
পল পেলোসি যখন পুলিশের হাতে আটক হন তখন তার স্ত্রী ন্যান্সি পেলোসি রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভারসিটির একটি অনুষ্ঠানের বক্তৃতা দিচ্ছিলেন। তার মুখপাত্র ড্রিউ হ্যামিল বলেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে স্পিকার ন্যান্সি পেলোসি কোনও মন্তব্য করবেন না।
১৯৬৩ সাল থেকে পল ও ন্যান্সি বৈবাহিক জীবনে আবদ্ধ। সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন