শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওয়েসিস রিউইনিয়নে আশাবাদী লিয়াম গ্যালাগার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৫ এএম

দুই ভাই লিয়াম (৪৯) আর নোয়েল গ্যালাগারের (৫৪) বিবাদের কথা পাশ্চাত্য সঙ্গীতের আগ্রহীদের সবার জানা। এই বিবাদের পরিণতিতে ১০ বছর আগে সুপার ব্যান্ড ওয়েসিস ভেঙে যায়। এস্কোয়ার সাময়িকীর ‘হোয়াট আ’ভ লার্নড’ ফিচারে লিয়াম বলেছেন, শেষবার আমি লিয়ামকে আমি ১০ বছর আগে একটি ফুটবল ম্যাচে দেখেছিলাম। এটি লজ্জার ব্যাপার, তাই না? ভাল সময় মন্দ সময়কে ছাপিয়ে যায়। আমার মনে হয় এটিই মেনে নেয়া উচিত।
তিনি এখনও ওয়েসিস ব্যান্ডের রিইউনিয়নে আশাবাদী, তবে তিনি ভক্তদের জানান কোনও বড় প্রত্যাশা করাও উচিত নয়। তিনি বলেন, আমি ভাবতে চাই ওয়েসিস আবার এক হয়েছে, তবে তা এই সপ্তাহতেই হবে তা নয়। সব ব্যাপারে দরজা খোলা আছে। মহাকাশ থেকে এলিয়েনরা এসে কাল নামবে, তাতে আমি বিস্মিত হব না। অলৌকিক কিছু ঘটলে আমি বিস্মিত হব না। ব্রিটপপ কিংবদন্তি ব্যান্ডের অন্যতম এই সদস্য বলেন, সবাই বলে আমরা ছিলাম সবচেয়ে বড়। আমরা আরও বড় হতে পারতাম। আমরা ইংল্যান্ডে সেই সময় সবচেয়ে বড় ছিলাম। জাপানেও বড় ছিলাম। তবে আমেরিকায় তেমন বড় ছিলাম না। স্পেনের বড় স্টেডিয়ামে গাইনি। অনেক কিছু করার ছিল, তাই আমাদের আলাদা হওয়া ঠিক ছিল না। আমরা আরও রেকর্ড করতে পারতাম, এটি লজ্জার ব্যাপার। লিয়াম মনে করেন, পারফর্মার হওয়াই ছিল তার নিয়তি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন