নানা জটিলতায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। প্রশাসকের মাধ্যমে সংগঠনটি চালানোর পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে ভোটার তালিকায় ভুয়া ভোটার রয়েছে উল্লেখ করে তা সংশোধনের জন্য প্রযোজক খোরশেদ আলম খসরু হাইকোর্টে রিট করেন। গত ১৯ মে করা রিটের শুনানির পর উচ্চ আদালত ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয়। আদালতের এ নির্দেশনা মেনে সম্প্রতি ভোটার তালিকা সংশোধন করা হয়। সংশোধনীতে পূর্ণাঙ্গ ১৬৯ ভোটারের মধ্য থেকে ৫১ জনকে বাদ দেয়া হয়েছে। এছাড়া সহযোগী ৮৮ সদস্যের মধ্য থেকে ২০ ভোটার বাদ পড়েছেন। নতুন এ ভোটার তালিকা নির্বাচনী বোর্ড প্রকাশ করেছে। এখন নির্বাচন করতে আর বাধা নেই। তবে কবে নির্বাচন হবে তার তারিখ নির্ধারণ হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানিয়েছেন, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিলের ২ নম্বর শর্ত মোতাবেক ভোটার তালিকা সংশোধনের আদেশ দিয়েছিলেন। সেই আদেশ মেনে আমরা নির্বাচনী বোর্ড ভোটার তালিকা সংশোধন করেছি। পূর্ণাঙ্গ ৫১ জন ও সহযোগী ২০ জনের ভোটাধিকার বাতিল করা হয়েছে। নির্বাচনের নতুন তারিখ এখনো ঠিক করা হয়নি। নির্বাচন কমিশনের এক সদস্য দেশের বাইরে চলে গেছেন। নতুন একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সদস্যরা আলাপ ও আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালকের সঙ্গে দেখা করে তাদের মতামত নিয়ে শিঘ্রই নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন