শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিটিভি’তে ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:১৯ পিএম

বিনোদন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ৬ষ্ঠ পর্ব প্রচার হবে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। তিনটি গান, দর্শক প্রতিযোগিতা পর্ব, সমাজের নানা অসংগতি, ত্রæটি-বিচ্যুতি নিয়ে রচিত বেশ কিছু নাট্যাংশ দিয়ে সাজানো হয়েছে এবারের পর্ব। সুজন আরিফের সুর ও সংগীতে মাহমুদ মানজুর এর কথায় একটি গান গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী কোণাল ও সানবিম। জাহিদ বাশার পংকজ এর সংগীতায়োজনে শাহ আবদুল করিমের কথা ও সুরে একটি গান গেয়েছেন এ সময়ের শিল্পী বেলী আফরোজ। আরেকটি মাদ্রাজী ঢং এর গান গেয়েছেন সংগীত শিল্পী শাহিনা হক। জনপ্রিয় নৃত্য শিল্পী লিখন রায়ের পরিচালনায় একটি লোক নৃত্য পরিবেশন করেছেন লিখন তিনা ও সহশিল্পীবৃন্দ। মিলনায়তনের দর্শকদের মধ্য থেকে নির্বাচিত তিনজন দর্শককে নিয়ে রয়েছে একটি মজার দর্শক প্রতিযোগিতা পর্ব। সমাজের সমসাময়িক ঘটনাবলি ও নানা অসংগতি ও ত্রæটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাতœক ও হাস্যরসাত্মক বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন দিলু খান, মামুনুল হক টুুটু,,আফরোজা হাসান, মিঠু, তমাল মাহবুব, হায়দার আলী, আজাদ, মনা সিদ্দিক হৃদয়, নিপা, আকবর হোসেন, ফারুক মল্লিাক, মামুন, নয়ন, আশরাফ কবির, উত্তম, জসিম উদ্দিন, শাহীন খান, বিনয় ভদ্র প্রমুখ নিয়মিত শিল্পীবৃন্দ। পরির্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনায় আনজাম মাসুদ। প্রযোজনা মো. সরওয়ার মিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন