শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নোবেল-শখ জুটির দ্বিতীয় নাটক

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:২২ পিএম

বিনোদন ডেস্ক : নোবেল ও শখকে জুটি করে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘হ্যালো আর জে’। এটি এ জুটির দ্বিতীয় নাটক। নোবেল বছরে দুয়েকটির বেশি নাটক করেন না। কেবল ঈদ ও বিশেষ দিবসে তিনি অভিনয় করেন। নতুন যে নাটকটিতে অভিনয় করেছেন, তা আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। রচনা করেছেন তানিন রহমান। সাভারের মনোরম লোকেশনে ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে নোবেল একজন সুপারস্টারের ভূমিকায় এবং শখ একজন স্টার আর জে’র ভূমিকায় অভিনয় করছেন। পরিচালক জানান, রোমান্টিক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে। নোবেল বলেন, ‘হিমেলের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। গল্পটা সাধারণ কিন্তু চমৎকার। দর্শকের ভালো লাগার মতো কিছু টুইস্ট আছে। আর শখ সবসময়ই আমার খুব ভালো একজন সহশিল্পী। মডেলিং কিংবা বিজ্ঞাপনে শখ খুব ভালো করছে। আমাদের নতুন এই কাজটিও ভালোলাগার মতো একটি কাজ হবে।’ শখ বলেন, ‘নোবেল ভাইয়ার সঙ্গে কাজ করাটা আমার কাছে স্বপ্নের মতো। তিনি এতবড় একজন সুপারস্টার হয়েও তারমধ্যে যে আন্তরিকতা সবসময় দেখে এসেছি তা আমাকে মুগ্ধ করেছে। তার সঙ্গে প্রতিটি কাজই আমি উপভোগ করি। হ্যালো আর জে নাটকটি নিয়ে আমি খুব আশাবাদী।’ হিমেল আশরাফ জানান, একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হচ্ছে। এদিকে, নোবেল ও শখ গাজী শুভ্র’র নির্দেশনায় আরসি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথম কাজ করেন। এরপর তারা দু’জন আফতাব মেট্রেস’র বিজ্ঞাপনে মডেল হন। সর্বশেষ তারা দু’জন ২০১৪ সালে ঈদে আরবি প্রীতমের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন