শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার সিনেমার পর্দায় আসতে চলেছে টাটা পরিবার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:০২ এএম

ভারতীয় ব্যবসার জগতে জামসেদজী টাটার নাম চিরস্মরণীয় হয়ে থাকবেন। জামসেদজী টাটার হাত ধরে যে কোম্পানি শুরু হয়েছিল, সেই কোম্পানি আজকে তাঁর পরবর্তী প্রজন্ম এগিয়ে নিয়ে চলেছেন। আর এবার সেই টাটা পরিবারের কাহিনী উঠে আসছে সিনেমার পর্দায়। টি সিরিজের বর্তমান কর্ণধার ভূষণ কুমার টুইট করে জানিয়েছেন, টাটা পরিবার নিয়ে তৈরি হচ্ছে এবার সিনেমা। ছবিটি টি সিরিজের সঙ্গে যৌথ প্রযোজনা করবে অলমাইটি মোশন পিকচারস। ছবির নামও জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সাংবাদিক গিরিশ কুবেরের লেখা বই ‘দ্য টাটাস’ থেকেই নেওয়া কাহিনীর ওপর এই ছবি তৈরি হচ্ছে যথারীতি নামও একিই থাকছে। তবে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছে, রতন টাটার চরিত্রে অভিনয় করবেন আর মাধবন। তবে সে ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে টাটা পরিবারকে সিনেমার পর্দায় দেখার জন্য এখন থেকেই বাড়ছে কৌতূহল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন