শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সৌন্দর্যের উপত্যকা মাঝে শিরোনামে দ্বৈত চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:২৮ পিএম

বিনোদন ডেস্ক : প্রাচ্য ও পাশ্চাত্য ধারার দুই তরুণ শিল্পীÑ জাহাঙ্গীর আলম ও সুমন কুমার সরকার-এর ‘সৌন্দর্যের উপত্যকা মাঝে’ শিরোনামে সপ্তাহব্যাপী একটি দ্বৈত চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২তে। প্রদর্শনীতে শিল্পীদ্বয়ের জলরং মাধ্যমে আঁকা ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পীদ্বয়, দার্জিলিং, ইন্ডিয়া ও বান্দরবান, বাংলাদেশের নিসর্গকে একসূত্রে গাঁথবার চেষ্টা করেছেন। সুমন কুমার সরকারের কাজ পশ্চিমা স্বচ্ছ জলরং মাধ্যমে আঁকা অন্যদিকে জাহাঙ্গীর আলমের কাজ নব্য বেঙ্গল ঘরানার প্রাচ্যরীতির জলরং ওয়াশ পদ্ধতিতে করা। উভয় শিল্পীই পাহাড়ের বৈচিত্র্যময় সৌন্দর্য, পাহাড়ি জীবন প্রভৃতি বিষয়কে সুনিপণ মায়ায় তুলে ধরবার চেষ্টা করেছেন। প্রদর্শনীটি ২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন