শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইথির ফোকগান গহীন বনে’র মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:৩০ পিএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি সিনেআর্ট প্রডাকশন হাউজ থেকে সঙ্গীতশিল্পী সাফিয়া আফরোজ ইথি’র ‘গহীন বনে’ শিরোনামে একটি ফোকগানের মিউজিক ভিডিও রিলিজ করা হয়েছে। মিউজিক ভিডিওটি ইতোমধ্যে দর্শক-শ্রোতামহলে আলোড়ন তুলেছে। সঙ্গীতে ইথি নতুন হলেও তার গায়কী শ্রোতাদের আকর্ষণ করেছে। এপর্যন্ত তিনি তিনটি মিক্সড অ্যালবামে বেশ কয়েকটি ডুয়েট গান করেছেন। অ্যালবামগুলো হলোÑ ভালোবাসার বৃষ্টি, প্রেম প্রজাপতি, সারাটা জীবনসহ আরো অনেক গান। গানের পাশাপাশি ইথি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সাব-ইন্সপেক্টর হিসিবে কর্মরত। ইথি’র বাবা শামসুল হক পেশায় উকিল ও একজন নাট্যকর্মী। তার নিজস্ব থিয়েটার রয়েছে জামালপুরে। মা পল্লী দরিদ্র ফাউন্ডেশনে আছেন। গান ছাড়াও ইথি নাচের তালিম নিয়েছেন শিল্পকলা থেকে। তিনি দেশাত্মবোধক ও লোকগীতির জন্য গোল্ড মেডেল পেয়েছেন। তিনি জানান, আমি গানের মানুষ গান নিয়ে থাকতে চাই এবং গানের ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন