বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অসুস্থ সঙ্গীতশিল্পীদের চিকিৎসার্থে গঠিত হলো শিল্পীর পাশে ফাউন্ডেশন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ১১:৩১ পিএম

বিনোদন ডেস্ক : দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিল্পীদের পাশে দাঁড়াতে গত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’। এ উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শনিবার দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলের বলরুম এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। পাশাপাশি ক্যানসারে আক্রান্ত সংগীতের তিন কিংবদন্তীকে প্রদান করা হয় আর্থিক সহায়তা। এরমধ্যে লাকী আখন্দকে দেয়া হয় সর্বোচ্চ ৪০ লাখ, আলাউদ্দীন আলীকে ২০ লাখ এবং শাম্মী আখতারকে ১০ লাখ টাকার চেক। অনুষ্ঠানে জানানো হয়, ফাউন্ডেশনটির তহবিল সংগ্রহের জন্য আগামী ফেব্রæয়ারিতে বড় একটি কনসার্টেরও আয়োজন করা হবে। ফাউন্ডেশনটি পরিচালনার জন্য দেশবরেণ্য ১৯ জন ব্যক্তিত্বকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান, ভাইস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু। এছাড়া রয়েছেন আসাদুজ্জামান নূর এমপি, মুস্তাফা মনোয়ার, ফেরদৌসী রহমান, আলী যাকের, ফরিদুর রেজা সাগর, আবুল খায়ের লিটু, সৈয়দ আব্দুল হাদী, নাসির উদ্দীন ইউসুফ, আবুল মাতলুব আহমদ, আবদুল্লাহ আবু সায়ীদ, সেলিনা হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. মুহাম্মদ জাফর ইকবাল, ফয়সাল সিদ্দিকী বগি, সিদ্দিকুর রহমান, ওমর সাদাত ও মেয়র আনিসুল হক। মেয়র আনিসুল হকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিছেন দেশের শিল্পীরা। বাপ্পা মজুমদার বলেন, এই ফাউন্ডেশন আমাদের দেশের সকল শিল্পীর জন্য একটি আশীর্বাদ হয়ে থাকবে। এই প্রত্যাশাই করছি। মেয়র অসাধারণ একটি উদ্যোগ নিয়েছেন আর আমরা সকলেই আছি তার সাথে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা, সুবীর নন্দী, মাকুসদ, হামিন আহমেদ, শাফিন আহমেদ, কনক চাঁপা, এসআই টুটুল, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, পরিচালক দেবাশীষ বিশ্বাস, চয়নিকা চৌধুরী, অভিনেতা আলমগীর, আনিসুর রহমান মিলন, শিমুল খানসহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন