শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীরের নতুন গান রেকর্ডিং সম্পনড়ব হয়েছে। গানটির শিরোনাম ‘পাগলি বানাইলি’। মামুন আফনান রুমীর লেখা গানটিতে সুর এবং সঙ্গীত করছেন শাহরিয়ার রাফাত। গানটি আগামী ঈদুল আযহায় মিউজিক ভিডিওসহ মুক্তি পাবে তালুকদার মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। গীতিকার মামুন আফনান রুমী বলেন, খুব সুন্দর একটি গান হয়েছে। আঁখি আপুর কন্ঠে গানটি প্রাণ পেয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে। গানটির প্রযোজক এবং তালুকদার মাল্টিমিডিয়ার কর্ণধার সাহিল তালুকদার বলেন, গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। এতো সুন্দর করে গানটি করার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি, গানটি প্রকাশ হবার পর সবাই পছন্দ করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন