শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সিয়াম আহমেদ ও সাফা কবির

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ১২:০৪ এএম

চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং মডেল-অভিনেত্রী সাফা কবির মোবাইল কোম্পানি রবি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। তারা রবি’র বিভিনড়ব ব্র্যান্ডের প্রচার, টিভি বিজ্ঞাপন, আঞ্চলিক গ্রাহকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান ছাড়াও মূলধারা এবং ডিজিটাল মিডিয়ায় প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন। সিয়াম আহমেদ বলেন, উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার রবি’র এই লক্ষ্যের সাথে যুক্ত হতে পারায় আমি খুবই আনন্দিত। এর ফলে রবি’র গ্রাহকদের সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে। সাফা কবির বলেন, রবি’র মত একটি আধুনিক ও গতিশীল ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি গর্বিত। উদ্ভাবনী ডিজিটাল সলিউশনের মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যত প্রদানে রবি’র প্রতিশ্রুতি নিয়ে গ্রাহকদের কাছে আমাদের পৌঁছানো আরও সহজ হবে। রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, গ্রাহকদের সেরা ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতি নেটওয়ার্ক সাইটে গ্রাহক প্রতি সর্বোচ্চ স্পেকট্রাম স্থাপন করতে রবি প্রস্তুত। ২০১৯ সাল থেকে আমরা দেশজুড়ে সর্বোচ্চ সংখ্যক টাওয়ার স্থাপন করেছি। তাই আমাদের গ্রাহকদের জন্য অনেক সুখবর রয়েছে। এই বিষয়ে, সিয়াম ও সাফাকে আমাদের যাত্রায় স্বাগত জানাতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আমি নিশ্চিত তাদের তারুণ্যভরা প্রাণবন্ত উপস্থিতি দেশের তরুণদের উদ্দীপ্ত করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন