শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেনাসদস্য নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ৬:০৬ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সাহেব আলী (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাহেব আলী মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পোরাইল গ্রামের গফফার মোল্লার ছেলে। তিনি ঢাকার সাভারে কর্মরত একজন সেনা সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে মাগুরা থেকে কর্মস্থল সাভার সেনানিবাসে যাচ্ছিলেন সাহেব আলী। বেলা পৌনে ১২টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এলাকা পার হওয়ার সময় ঢাকা থেকে খুলনাগামী একটি বাস তাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ফায়ার সিভিল ডিফেন্স স্টেশনের গাড়িচালক মুরাদ খান জানান, বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি স্থানে একটা বিকট শব্দ হয়। অফিস কক্ষ থেকে বের হয়ে আমরা দেখি, একজন লোক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। তার বাম পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ থেতলে গেছে। দুর্ঘটনার স্থান থেকে প্রায় ২০০ গজ দূরে মোটরসাইকেলটি টেনে নিয়ে গেছে বাস। এতে তার মাথায় থাকা হেলমেটসহ গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জিল্লুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন