সঙ্গী যুগল সুকৃতি-প্রকৃতি তারুণ্যভিত্তিক শো ‘দিল বিটস : সাচ্চে পেয়ার কি আনফিল্টার্ড কাহানিয়া’র নতুন সিজন উপস্থাপনা করছেন। তারা জানিয়েছেন শিল্পী হিসেবে তারা অনুষ্ঠানটিতে শুধু গানের মাঝে সীমাবদ্ধ রাখবেন না। তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা নাচ আর অভিনয়কেও এতে অন্তর্ভুক্ত রাখবেন। যমজ দুই বোন ‘সুধার যা’, ‘মাফিয়াঁ’, ‘কেহন্দি হা কেহন্দি না’, ‘হাম তুম’, ‘সোনা লাগদা’ এবং ‘মজনু’র মত সুপারহিট গান দিয়ে নিজেদের অবস্থান সৃষ্টি করেছেন। এবার ‘দিল বিটস : সাচ্চে পেয়ার কি আনফিল্টার্ড কাহানিয়া’ অনুষ্ঠানটি উপস্থাপনা শুরু করে নিজের দিগন্তকে বাড়াবার প্রয়াস পেয়েছেন। সুকৃতি বলেছেন, নতুন এই অনুষ্ঠান নিয়ে আমরা রোমাঞ্চিত। আমার বিশ্বাস, আমরা সব মিলিয়ে শিল্পী তাই নিজেদের শুধু গানে সীমাবদ্ধ রাখব না, আমরা নাচতে, অভিনয় করতে এবং উপস্থাপনাও করতে পারি। এই সুযোগ পেয়ে আমরা আনন্দিত আর জানি সাফল্য পাব। প্রকৃতি বলেন, আমি ওর সঙ্গে পুরো একমত, আমরা শিল্পী তাই আমাদের সীমিত হওয়া ঠিক নয়। মানে আকাশ যেখানে সীমা তাই পছন্দের যা কিছুই আমরা করতে পারি। নতুন এই অনুষ্ঠান নিয়ে আমরা রোমাঞ্চিত, আশা করি দর্শকরা তাদের ভালবাসা আর সমর্থন দেবে। ‘দিল বিটস : সাচ্চে পেয়ার কি আনফিল্টার্ড কাহানিয়া’ এমটিভি বিটসে প্রচারিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন