খুলনার কয়রায় সুন্দরবনে অভিযান চালিয়ে জবাইকৃত দু’টি হরিণ, একটি নৌকা ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে বন-বিভাগ। খুলনা রেঞ্জের হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে বনবিভাগের একটি টহল টিম সুন্দরবনের হোগলাখালি গেট সংলগ্ন এলাকায় শনিবার দিবাগত রাত ৩ টার দিকে অভিযান চালালে অজ্ঞাত চোরা শিকারীরা দু’টি জবাইকৃত হরিণ, নৌকা ও হরিণ ধরার ফাঁদ ফেলে রেখে পালিয়ে যায়।
প্রসঙ্গত, চোরা শিকারীরা প্রায়ই সুন্দরবনে ঢুকে ফাঁদ পেতে বা বিষটোপ দিয়ে হরিণ শিকার করে থাকে। বিশাল সুন্দরবন রক্ষায় বন বিভাগের লোকবল স্বল্পতার সুযোগে দিনে দিনে চোরা শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন