অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সাথে সম্প্রতি কলকাতার আরেক পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে প্রেমের গুঞ্জণ বেশ কিছুদিন ধরে চলছে। কলকাতার পত্রিকাগুলো এ সংক্রান্ত সংবাদ পরিবেশন করছে। কলকাতার পত্রিকা আনন্দবাজার তাদের প্রেমের গুঞ্জণের সংবাদ পরিবেশন করে আলোচনার সৃষ্টি করেছে। দেবালয় পরিচালিত ‘মন্টু পাইলট সিরিজের দ্বিতীয় সিজন করতে গিয়ে তারা প্রেমে জড়িয়েছেন বলে পত্রিকাটি জানিয়েছে। সিরিজটির শুটিং চলাকালে তারা নাকি প্রেমে জড়িয়ে পড়েন। এই প্রেমের জেরে নাকি দেবালয়ের সংসার ভাঙছে। শুরুতে দেবালয় তাদের সম্পর্ককে বন্ধুত্ব বলে দাবী করেন। তবে তা ডালপালা ছড়িয়ে এখন তার সংসারে গিয়ে পড়েছে। সংসার ভাঙার আশঙ্কা প্রসঙ্গে দেবালয় বলেছেন, ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গিয়েছে। পুরো ঘটনা মিথিলার স্বামী সৃজিতও জানেন। আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি। দেবালয়ের মতে, কারও সঙ্গে যদি কারও কিছু থাকে, তা হলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে মন্টু পাইলট ২-এর সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সৃজিত বা মিথিলার কেউই। উল্লেখ্য, মিথিলা বাংলাদেশের গায়ক-অভিনেতা তাহসান খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের সংসার ১১ বছর টিকেছিল। তারপর দুজনের বিচ্ছেদ ঘটে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর মিথিলা বিয়ে করেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে। এরপর কলকাতা-ঢাকা মিলিয়ে তার সংসার চলছে। কলকাতায় নিয়মিত কাজ করেছেন। টলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের পর কাজ করেন ওয়েব সিরিজ মন্টু পাইলট ২-এ। সেখান থেকেই দেবালয়ের সাথে সম্পর্কের সূত্রপাত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন