অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন দুটি মেক্সিকান অনাথ আশ্রম থেকে শিশু দত্তক নিতে যাচ্ছেন বলে জানা গেছে।
তিনি এমনিতে কয়েকজন এতিমের ভরণপোষণ করে থাকেন তাদের থেকেই তিনি দত্ত নেবেন বলে জানা গেছে।
অ্যানিস্টন নিয়মিত মেক্সিকোর তিহুয়ানাতে অবস্থিত কাসা ওগার সিয়ন এবং কাসা ওগার দে লস নিনোস এতিমখানা দুটিতে যান। তিনি এই দুই প্রতিষ্ঠানের জন্য শিক্ষাবিষয়ক যন্ত্রপাতি, ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য কিছু সামগ্রী, খেলনা এবং পোশাক সরবরাহ করে আসছেন।
অ্যানিস্টনের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র বলেছে, “তিনি শিশুদের আশপাশে থাকতে পছন্দ করেন, তাদের জীবনে তিনি যে পরিবর্তন এনেছেন তাতে তিনি সন্তুষ্ট। তিনি এমনকি এই শিশুদের মধ্যে কয়েকজনকে নিজের বাড়িতে এসে রাখতে চান যাতে তাদের কাছ থেকে তিনি মাতৃত্বের স্বাদ পেতে পারেন।”
একটি ওয়েবসাইট জানিয়েছেন অ্যানিস্টন তার সাবেক স্বামী ব্র্যাড পিটের কাছ থেকে মেক্সিকো থেকে শিশু দত্তক নেয়ার ধারণা পেয়েছিলেন। তারা এক দশক আগে শিশু দত্তকে নেয়ার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু তাদের মাঝে ছাড়াছাড়ি হয়ে গেলে আর পিট তাকে ছেড়ে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বসবাস শুরু করলে সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন