পুরব কোহলির ক্যারিয়ারে সূচনাই হয়েছিল টেলিভিশনে। ১৯৯৮ সালে জি টিভির জনপ্রিয় সিরিজ ‘হিপ হিপ হুররে’ দিয়ে তার শোবিজের যাত্রা শুরু হয়েছিল। এরপর তিনি ভিজে হিসেবে কাজ করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
স¤প্রতি তিনি স্টার প্লাসের ‘পি.ও.ডবিøউ.-বন্দী যুদ্ধ কে’ নামের পলিটিকাল থ্রিলার সিরিয়ালের কাস্টে অন্তর্ভুক্ত হয়েছেন। ১৮ বছর পর তিনি তার ছেড়ে যাওয়া এই মাধ্যমটিতে ফিরলেন।
একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এখনকার দর্শকরা সব ধারাই গ্রহণ করছেÑ হোক তা অতিপ্রাকৃতিক বা ‘পি.ও.ডবিøউ.’র মত। তিনি আরো বলেন, চ্যানেলগুলো অনেক সময় মানসম্পন্ন বিষয়বস্তু উপস্থাপনের সময় সিংহভাগ দর্শককে আর মনে রাখে না কারণ তারা যারা সেই মানের অনুষ্ঠান চায় তাদের জন্যই নির্মাণ করে। তিনি সা¤প্রতিক ধারা ওয়েব সিরিজের উল্লেখও করেছেন।
পুরব কোহলিকে স¤প্রতি মুক্তিপ্রাপ্ত ‘রক অন টু’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন