বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে ফিল্ম পাড়া। আগামী ফেব্রæয়ারিতে অনুষ্ঠিত হবে এ সমিতির নির্বাচন। ইতোমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনেকের নাম শোনা যাচ্ছে। অনেকে প্রচারণায় নেমেছেন। চিত্রনায়ক ওমর সানি বেশ আগেই সভাপতি পদে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন। তার সাধারণ সম্পাদক কে হবেন, এ নিয়ে বেশ গুঞ্জন চলে। তবে এবার বিষয়টি স্পষ্ট হয়েছে। সানি নিজেই জানিয়েছেন তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়বেন চিত্রনায়ক ফেরদৌস। সানি বলেন, আমি শিল্পী সমিতিতে বর্তমানে সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছি। শিল্পীদের ইচ্ছা এবং পরামর্শে এবং নিজের দায়িত্ববোধ থেকে এবারে সভাপতি পদের জন্য লড়াই করবো। আর আমার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন ফেরদৌস। চলিচ্চিত্রে ফেরদৌসের ভালো একটি ইমেজ আছে। ওকে সঙ্গে নিয়ে নির্বাচন জমজমাট হবে বলেই প্রত্যাশা করছি। সব মিলিয়ে চলচ্চিত্র শিল্পীদের জন্য আমরা ভালো কিছু বয়ে আনতে চাই। ফেরদৌস বলেন, সানি ভাই আমাকে তার প্যানেলের জন্য ভেবেছেন এটা আমার কাছে সম্মানের বিষয়। আমি বরাবরই চলচ্চিত্রের জন্য নিজেকে নিবেদিত মনে করি। সাংগঠনিকভাবে শিল্পীদের সেবায় কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রæয়ারিতে শেষ হবে শিল্পী সমিতির নির্বাচিত বর্তমান কমিটির মেয়াদ। এরপরই নব্বই দিনের মধ্যে নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক এই নির্বাচনে আরেকটি প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন