বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নম্বর বাড়লেও ‘গাঁটছড়া’র পিছে ‘মিঠাই’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

দর্শকদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক বা দুই নম্বর স্থান দখল করে চলছে। স্টার জলসার ‘গাঁটছড়া’র সঙ্গে চলছে ধারাবাহিকটির লাগাতার প্রতিযোগিতা। তবে মাঝে কয়েক সপ্তাহ লালন ও ফুলঝুরির ‘ধূলোকণা’ ছিল শীর্ষে। তবে এবার আবারো ‘ধূলোকণা’কে টেক্কা দিয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’। গত সপ্তাহ থেকেই আবারও তালিকার শীর্ষে ‘গাঁটছড়া’।

আবারো সকলকে সরিয়ে এক নম্বরে ঋদ্ধি ও খড়ি জুটি। ধারাবাহিকে ধীরে ধীরে কাছে আসছে তারা, যা দেখতে বেশ ভালোই লাগছে দর্শকদেরও। বৃহস্পতিবার মানে বাংলা ধারাবাহিকের টিআরপির দিন। এই সপ্তাহে ৮.৪ নম্বর নিয়ে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ঋদ্ধি-খড়ি জুটি। অন্যদিকে ‘গাঁটছড়া’কে জোড় টক্কর দিচ্ছে জি বাংলার ‘মিঠাইরানী’। টিআরপির তালিকায় নম্বর বাড়লেও ‘গাঁটছড়া’কে টেক্কা দিতে পারলোনা ‘মিঠাই’। সপ্তাহে ৮.২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। ওলট পালট হয়েছে বাকি ধারাবাহিকের স্থানও। রইল তালিকা।

এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-
১) গাঁটছড়া- ৮.৪
২) মিঠাই- ৮.২
৩) ধূলোকণা- ৭.৯
৪) গৌরী এলো- ৭.৫
৫) আলতা ফড়িং- ৭.৪
৬) মন ফাগুন- ৬.৯; লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৯
৭) অনুরাগের ছোঁয়া- ৬.২
৮) আয় তবে সহচরী- ৫.৮
৯) উমা- ৫.৬
১০) এই পথ যদি না শেষ হয়- ৫.৫

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন