গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট কৃষি ব্যাংকে ডাকাতি ও ডাকাতিকালে ব্যাংকের সেকেন্ড অফিসার আয়ুব হোসেন মোল্লা হত্যা মামলার আসামী সমীর দাস ওরফে সমীরন দাসকে মৃত্যুদন্ড ও অন্য দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্বাস উদ্দিন এ রায় প্রদান করেন।
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ বিচারক আসামী সমীর দাস ওরফে সমীরন দাসকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরসহ এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে। অপর দুই আসামী ইয়ার আলী ও রফিকুল ইসলাম ওরফে শিপন কে যাবজ্জীবন কারাদন্ড সহ ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করে আদালত। ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা প্রমানিত না হওয়ায় মামলার অন্য ২৫ জন আসামীকে মামরা থেকে খালাস প্রদান করে। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী সমীরন দাস ও যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামী রফিকুল ইসলাম পলাতক রয়েছে
উল্লেখ্য, ২০০৫ সালের ১০ই এপ্রিল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় কাশিয়ানি উপজেলার রাজপাট কৃষি ব্যাংক ডাকাতি ও ডাকাতিকালে ব্যাংকের সেকেন্ড অফিসার আয়ুব হোসেন মোল্লাকে গুলি হত্যা করা হয়। পরে রাজপাট কৃষি ব্যাংকের ব্যবস্থাপক বাদী হয়ে ২৮ জনকে আসামী করে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন