শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সীতাকুন্ডে এলপিজি সিলিন্ডার কাটা চক্রের ৩ মূল হোতাসহ পুরো সিন্ডিকেড গ্রেপ্তার

সীতাকু-(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০২২, ৭:০৬ পিএম | আপডেট : ৭:৫৯ পিএম, ৯ জুন, ২০২২


সীতাকু-ে ভাটিয়ারী তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে এলপিজি সিলিন্ডার কাটা চক্রের মূল হোতাসহ পুরো সিন্ডিকেডকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ । এ বিষয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থাল তুলাতলী সাগর উপকূলে একটি সংবাদ সম্মেলন করেন র‌্যাব। এতে বক্তব্য রাখেন র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল এম এ ইউসুফ পিএসসি। তিনি জানান,চট্টগ্রামের সীতাকু-ের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী সাগর উপকূলে দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় এলপিজি সিলিন্ডার সংগ্রহ করে তা বেআইনিভাবে কেটে বিভিন্ন রি-রোলিং মিলে বিক্রি করছিলো একটি বিশাল চক্র। এতে এলাকায় মানুষের জীবনের নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকা ছিলো। বিএম ডিপোর ঘটনার পর থেকে র‌্যাব একাধিক সূত্রে এ তথ্য পেয়ে তদন্ত শুরু করেন। এলপিজি কাটার চক্রের সদস্যদের চিহ্নিত করে এবং গত দুই দিন বিভিন্ন স্থাানে টানা অভিযান চালিয়ে তুলাতলীর মোঃ ইসমাইল হোসেন কুসুম (৫১), মোঃ মহসিন (৫১), মোঃ নুরুন নবী (৪৮)সহ ৯ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থাকা কুসুমের ডিপো, ফকিরা মসজিদের উত্তর পাশে, কবির ষ্টিলের পরিত্যক্ত বিল্ডিংয়ের দক্ষিণ পার্শ্বে এবং আশপাশের এলাকা থেকে মোট ১০ হাজার সিলিন্ডার উদ্ধার করা হয়।এর মধ্যে ২ হাজারটি ছিলো কাটা অবস্থাায়। এছাড়া এসব সিলিন্ডার ব্যবহারের কাজে থাকা ২টি ট্রাকও উদ্ধার করা হয়। সংবাদ সন্মেলনে র‌্যাব অধিনায়ক আরো জানান, গ্রাহক সেবার মানোন্নয়নে কোম্পানী এলপিজি সিলিন্ডারগুলো কম দামে বিক্রি করে থাকে। প্রকৃত পক্ষে একটি সিলিন্ডারের দাম ২৮০০ টাকা। এলপিজির বিধান এর ৯১ ধারা অনুযায়ী এলপিজির আকার পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে হলে মেয়াদ শেষে বিষ্ফোরক পরিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে এগুলো ধংস করার কথা। কিন্তু আইনের তোয়াক্কা না করে চোরাইভাবে এলপিজি সংগ্রহ করে সেগুলো কেটে বিভিন্ন রি-রোলিং মিলসে বিক্রি করছিলো চক্রটি। কুসুম এর আগেও ২০২১ সালের ১২ জুলাই একবার সিলিন্ডার কাটার অভিযোগে অভিযুক্ত হয়েছিলো। আসামিদের থানায় হস্তান্তর করা হবে বলে জানান তারা। তারিখ-৯/৬/২০২২ শেখ সালাউদ্দিন,০১৮৫৬৪৬০০৮২

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন