তুর্কিয়ের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, আমরা ভেনিজুয়েলার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখব। বুধবার আঙ্কারায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর। এরদোগান বলেন, আমরা সবসময় ভেনিজুয়েলাকে সমর্থন দিয়েছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব। তিনি বলেন, আমরা ভেনিজুয়েলার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার ঘোরবিরোধী। এ সময় ভেনিজুয়েলাকে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে আঙ্কারার ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে স্বাগত জানান এরদোগান। তিনি বলেন, বৈশ্বিক পরিমন্ডলে বহুক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি একই। উভয়পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ক ‘পরবর্তী ধাপে’ নিতে আগ্রহী। বাণিজ্য, জ্বালানি, খনি খনন, অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য ও পর্যটনসহ এমন অনেক খাত রয়েছে, যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। ২০১৯ সালে আমাদের বাণিজ্যের পরিমাণ ছিল ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা হয়েছে দ্বিগুণ। আর ২০২১ সালে তা দাঁড়িয়েছে ৮৫০ মিলিয়ন ডলারে। আর যতদ্রæত সম্ভব তা ৩ বিলিয়ন ডলারে নিতে চাই আমরা। তুর্কিয়ের প্রেসিডেন্ট বলেন, সম্পর্ক বাড়াতে আমাদের একটি প্রতিনিধিদল আগামী মাসে ভেনিজুয়েলা সফর করবে। এদিন মাদুরো বৈশ্বিক পরিসরে তুর্কিয়ের প্রভাব বৃদ্ধির বিষয়ের প্রশংসা করেছেন। এ ছাড়া করোনা বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করায় আঙ্কারার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। আনাদোলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন