মূল টিভি কার্টুন সিরিজ অবলম্বনে এনিমেটেড অ্যাডভেঞ্চার কমেডি পরিচালনা করেছেন বার্নার্ড ডেরিম্যান এবং লরেন বুশার্ড। এটি এনিমেটর ডেরিম্যানের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ফিল্ম। বুশার্ডেরও তাই; তিনি একাধিক সিরিজের নির্মাণে জড়িত ছিলেন। পানির মেইন লাইনে ফাটল দেখা দেবার পর সেই জায়গা জুড়ে বড় একটি সিঙ্কহোলের সৃষ্টি হয় তাও বব’স বার্গার্সের সামনে। একেবারে প্রবেশ পথে, যাতে করে নিয়মিত খদ্দেরদের ভোজনে খুব সমস্যা হতে শুরু করে। বব আর লিন্ডা যখন তাদের ব্যবসাটি চালিয়ে যাবার চেষ্টা করছে তাদের ছেলেমেয়েরা রহস্যের সমাধানের চেষ্টা চালিয়ে যায় যাতে তাদের পারিবারিক ব্যবসাটি রক্ষা পেতে পারে। বিপদ ঘনিয়ে আসে আর এই সাধারণ মানুষেরা একে অন্যের পাশে দাঁড়িয়ে তাদের কাউন্টারের পেছনে অবস্থান নিতে সচেষ্ট থাক, কারণ তারা জানে সেটিই তাদের জায়গা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন