শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তরুণরা এখন স্মার্টফোনেই সিনেমা বানাতে পারছে -অমিতাভ রেজা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

সম্প্রতি বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীকে স্যোশাল মিডিয়ায় বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো’র একটি ক্যাম্পেইনে কথা বলতে দেখা গেছে। সেখানে তার চলচ্চিত্রে আসা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘একজন ফিল্মমেকার কখনো সত্যকে ধরতে পারে না। তবে সত্যের অনুসন্ধান করতে পারে। আর এভাবেই সত্যের অনুসন্ধান করতে করতেই আমার চলচ্চিত্রে আসা। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমার সবচেয়ে বড় শিক্ষক এখন নতুন জেনারেশন। তাদেরকে আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনার ঘরেই, আপনার পাশেই একটি গল্প আছে। তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার করে কনটেন্ট নির্মাণ এখন আরো অনেক সহজ হয়ে গেছে। শর্টফিল্মের মতো কনটেন্ট নির্মাণে তরুণদের স্মার্টফোনের ব্যবহারের আহ্বান জানান তিনি। অমিতাভ রেজা বলেন, ‘আমার কাছে ফোন এখন শুধু এসেনশিয়াল মিনস অব হিউম্যান কমিউনিকেশন নয়। ফোনের মাধ্যমে আমি আমার গল্প বলি। ফোনের মাধ্যমে আমার চোখ তৈরি হয়। আর এই চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেন্স। আমার কাছে এইজন্যেই সবচেয়ে এক্সইাটিং পার্ট হচ্ছে কার্ল জেইস আর ভিভো’র কোলাবোরেশন। কার্ল জেইস ও ভিভো কোলাবোরেট করে যেই প্রযুক্তি ব্যবহার করেছে, যেই ফোন আমাদের হাতে দিয়েছে, সেই ফোনে ইচ্ছা করলেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের গল্প, শর্ট ফিল্মস বানানো যায়। পৃথিবীর যেকোনো ফেস্টিভ্যালে আপনি হাজির হতে পারেন আপনার গল্প নিয়ে। এরচেয়ে একসাইটিং এরচেয়ে শক্তিশালী আর কি ঘটনা ঘটতে পারে, যার মাধ্যমে শুধুমাত্র একটি ডিভাইসের মাধ্যমে সারাবিশে^র সামনে আপনার অস্তিত¦ হাজির করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন