সাধারণত বেশিরভাগ নাটকের শুটিং হয় রাজধানী কেন্দ্রিক বিভিন্ন শুটিং হাউসে ও লোকেশনে। এতে একই দৃশ্য দেখতে দেখতে দর্শকেরও বিরক্তি সৃষ্টি হয়। এই বিরক্তি কাটাতে আগামী ঈদের জন্য ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত বাসে ও পথে পথে শুটিং হয়েছে একটি নাটকের। নাটকটির নাম ‘চলতি পথে’। চ্যানেল আইয়ের জন্য এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। ঢাকা থেকে ময়মনসিংহ, পরে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত একটি জার্নির গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। পরিচালক জানান, পুরো শুটিং হয়েছে বাসের মধ্যে। মহাখালী থেকে একটি বাস ভাড়া করে শুটিং করতে করতে ময়মনসিংহ গেছেন। সেখানের বাস স্ট্যান্ডে কিছু কাজ করে আবার শুটিং করতে করতে ঢাকায় ফেরেন। পুরো ইউনিট নিয়ে বাসে রাস্তায় রাস্তায় শুটিং করা কষ্টসাধ্য। তারপরও দর্শককে ভিন্ন কিছু উপহার দেয়ার জন্য এই করেছি। তিনি বলেন, চলার পথে নানা মানুষের সঙ্গে দেখা, প্রেম, এই জেনারেশনের রিউমার সবকিছু উঠে আসবে নাটকের গল্পে। শুরু থেকে দেখলে মনে হবে এটি একটি ভালবাসার গল্প। তবে শেষে একটি টুইস্ট দেখতে পাবেন দর্শক। উল্লেখ্য, এর আগে হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক বাসে যেতে যেতে পথে শুটিং হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন