এইচ আর হাবিব পরিচালিত কল্পকাহিনী ভিত্তিক সিনেমা ‘জলকিরণ’-এর শুটিং শেষ হয়েছে। বান্দরবানের গহীণ অরণ্য, পদ্মা নদীর পাড়সহ মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। এইচ আর হাবিব জানান, প্রচলিত বিজ্ঞানের বাইরে অ্যাডভান্স সায়েন্স-এর ভিত্তি এই সিনেমার গল্প। একটি আবিষ্কার পুরো সমাজ ব্যবস্থার পরিবর্তন করে দেয়। ফলে মানুষের নিকট কৌশলগত দ্বায়বদ্ধতা, বাধ্যবাধকতা থাকে না। মানুষ সকল বেড়াজাল ছিন্ন করে সামনে এগিয়ে যায়। গল্পের কারণে সিনেমাটির শুটিং অপ্রচলিত লোকেশান বেছে করা হয়েছে। এতে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নওশাবা, রাশেদ মামুন অপু, এইচ আর হাবিব, সুমিত সেনগুপ্ত, সায়মা স্মৃতি, সূবর্ণা মজুমদার, সঞ্চিতা দত্ত, শাহেলা আক্তার, আনোয়ার শাহী, সৌরভ ফারসি প্রমুখ। সিনেমাটির পোস্ট প্রডাকশন হচ্ছে দেশের বাইরে। কারিগরি উপদেষ্টা হিসেবে সহায়তা দিচ্ছেন হলিউডে চলচ্চিত্র কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্লাজমা বিজ্ঞানী মুশফেক রশীদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন