কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাটে নোঙর করা এমভি টিটু-১৬ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করার সময় ৭ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে গোপনে সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানার টহলদলের সদস্যরা তাদের আটক করে।
শনিবার তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, এসআই মিঠুন বালা ও পুলিশ সদস্যরা কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা এমভি টিটু-১৬ জাহাজ থেকে আমদানি করা স্ক্র্যাপ চুরি করার সময় জাহাজের মাস্টার, সুকানীসহ মোট ৭ জনকে হাতেনাতে আটক করে।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন