শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হজে এসেছি ইবাদত করতে-সালওয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১২:০৪ এএম

নবাগত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। সম্প্রতি পরিবারের সঙ্গে হজ করতে গিয়েছেন। তিনি এখন মদিনায় আছেন। সেখান থেকে তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে পরিবারের সঙ্গে প্রথমবার হজ পালন করতে এসেছি। এরই মধ্যে ওমরা হজ পালন করেছি। গত শুক্রবার মদিনায় এসেছি। এখানে নয় দিন থেকে আবার মক্কায় যাব। যেহেতু ইবাদাত করতে এসেছি, তাই এখন এটা নিয়েই থাকতে চাই। তার হজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করছেন। এ প্রসঙ্গে সালওয়া জানান, আমার হজ করা নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছেন। কেউ কেউ বলছেন, আমি সিনেমা মুক্তির জন্য দোয়া চাইতে হজ করছি। একটা পবিত্র বিষয় নিয়ে এ ধরনের নোংরামি করে কি লাভ? আবার অনেকেই বলছেন, আমি হজের পর মিডিয়া ছেড়ে দেব। এ ধরনের কথা আমি কাউকে বলিনি। আর সিনেমা মুক্তির দোয়া চাইতেও হজে আসিনি। হজে এসেছি ইবাদাত করতে। এখন মন দিয়ে ইবাদাত করতে চাই। সবাইকে অনুরোধ করে সালওয়া বলেন, দয়া করে পবিত্র হজ নিয়ে কেউ গুজব ছড়াবেন না। আপনাদের এসব ভিত্তিহীন কথায় আমি বিব্রত। ইউটিউবে কিছু ভিডিও দেখে রীতিমতো পাগল হয়ে গেছি। নেটওয়ার্ক সমস্যার কারণে সেভাবে বিষয়টি পরিস্কার করতে পারছি না। যারা গুজব ছড়াচ্ছেন, এ ধরনের গুজব থেকে বিরত থাকুন। সবাই দোয়া করবেন, যেন ভালোভাবে হজ পালন করে দেশে ফিরে আসতে পারি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abul Kalam Azad Khan ১৩ জুন, ২০২২, ১০:৪৯ এএম says : 0
বোন, দোয়া করি আল্লাহ্ তোমার হজ্জ কবুল করুন। হজ্জ করার পর মানুষ মাসুম বাচ্চার মত নিস্পাপ হয়ে যায়। দোয়া করি, জীবনের শেষ দিন পর্যন্ত তুমি নিস্পাপই থাকো। অর্থাত সিনেমা জগৎ থেকে বেরিয়ে এসো।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন