বিরামপুর পৌর এলাকার ৭ ওয়ার্ডের শিমুলতলী মহল্লার ফারুক হোসেনের মুরগির খামার হতে বিপুল পরিমাণ জুয়া খেলার সামগ্রী নগদ ৩০ হাজার টাকা সহ বিরামপুর উপজেলা যুবলীগের সম্পাদক মাহবুবুল আলম বকুল সহ ৭ জনকে পুলিশ গ্রেফতার করে।
আজ রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করেন বিরামপুর থানা পুলিশ।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের জনৈক ফারুক হোসেন (৪৫) এর মুরগীর খামারের মধ্য হতে ফর গুটির মাধ্যমে জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার গুটি ১৮ টি ,জুয়া খেলার প্লাষ্টিকের তৈরী ফড় ১টি, কালো রংয়ের প্লাষ্টিকের তৈরী ডাবু-২টি, নগদ ২৯,৪৮৭ টাকা, দুটি মটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, তিন চাকা বিশিষ্ট ইজিবাইক, সহ , ডিস ব্যবসায়ী আশরাফুল ইসলাম (৩৬), পিতা-মৃত আজিজার রহমান, মোঃ মাহাবুব আলম বকুল (৫০), পিতা-আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন মন্ডল, উভয় সাং-শিমুলতলী গড়েরপাড় , মনোয়ার (৩৩), পিতা-মৃত আলিমুদ্দিন, সাং-শিমুলতলী (কলেজপাড়া) , সর্ব থানা- বিরামপুর,উত্তম কুমার সরকার (২৭), পিতা-শ্রী মুকুল চন্দ্র সরকার, সাং- ঋষিঘাট, মোঃ নওশাদ (৪৫), পিতা-মোঃ তছলিম উদ্দিন, সাং- শ্যামপুর, উভয় থানা- ঘোড়াঘাট, দবিরুল ইসলাম (৫১), পিতা-মৃত জসিমুদ্দিন, সাং- ধরন্দা, থানা- নবাবগঞ্জ, মাহাবুল (৪৫), পিতা-মোঃ মছির উদ্দিন, সাং- ছোট উজিরপুর, থানা- পীরগঞ্জ(রংপুর), জেলা–রংপুরদেরকে গ্রেফতার করা হয়েছে। সে সময় এজাহারনামীয় ০৩ জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জন আসামি কৌশলে পালিয়ে যায় বলে ওসি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন