শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শোবিজের মানুষের ইমেজ নষ্ট করতেই এটা করা হচ্ছে -রোজিনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১২:০২ এএম

গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানী ও জায়েদ খানের মধ্যে এক অপ্রিতীকর ঘটনা ঘটেছে বলে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়, ওমর সানী সবার সামনে হঠাৎ করেই জায়েদ খানকে চড় মেরে বসেন। জায়েদ নাকি মৌসুমীর সাথে আগে দুর্ব্যবহার করেছেন। এজন্য ক্ষিপ্ত হয়ে তিনি তাকে চড় মেরেছেন। জায়েদ খানও নাকি পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দিয়েছেন। এই অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। অন্যদিকে বিয়েতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রোজিনা। তিনি এ ব্যাপারে বলেন, আমি বিয়েতে ৩ ঘণ্টার মতো সময় ছিলাম। রাত ৯টার দিকে আসে ওমর সানী। ওর সঙ্গে আমার কয়েকবার দেখা হয়। আমরা যে টেবিলে খাবার খেলাম সেই টেবিলের দিকেও একবার দেখলাম এগিয়ে আসতে। বেশ স্বাভাবিকই ছিল। জায়েদ খানকেও বেশ খোশ মেজাজেই সবার সঙ্গে কথা বলতে দেখলাম। যা রটছে বা খবর প্রকাশিত হচ্ছে, তার কিছুই তো আমরা দেখলাম না। তিনি বলেন, শত শত মানুষ ওই দিন মোবাইল ফোনে ভিডিও করছিল, ইভেন্টের লোকরাও ভিডিও করছিলেন। এ ধরনের ঘটনা যদি ঘটত তাহলে তাদের কাছে তো ফুটেজ থাকত। কোনো ফুটেজেও তো এই ঘটনা দেখা যাচ্ছে না। আর ডিপজলের মতো বড় একজন মানুষের ছেলের বিয়েতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটার প্রশ্নই আসে না। তিনি বলেন, আমার মনে হয়, এই ঘটনা তৃতীয় কোনো পক্ষের ইন্ধন রয়েছে। শোবিজের মানুষের ইমেজ নষ্ট করতেই এটা করা হচ্ছে। আমি মনে করি, এটা ঠিক হচ্ছে না। সাধারণ মানুষের কাছে শোবিজের মানুষের ইমেজ এভাবে হেয় করা মোটেও উচিত নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Yeasin Ahmed ১৪ জুন, ২০২২, ৬:৫১ এএম says : 0
যে স্ত্রী স্বামীকে ছোট করে অন্য পুরুষকে বড় করে সে আর যাই হোক ভালো মানুষ না
Total Reply(0)
Yeasin Ahmed ১৪ জুন, ২০২২, ৬:৫১ এএম says : 0
যে স্ত্রী স্বামীকে ছোট করে অন্য পুরুষকে বড় করে সে আর যাই হোক ভালো মানুষ না
Total Reply(0)
Md Limon ১৪ জুন, ২০২২, ৬:৫২ এএম says : 0
বাংলা চলচিত্র তৈরির আর প্রয়োজন হবে না, এগুলোতেই বাঙালিরা প্রচুর বিনোদন পাচ্ছে
Total Reply(0)
Shaheen Akhtar ১৪ জুন, ২০২২, ৬:৫৩ এএম says : 0
এরা এতো জঘন্য কেন? ন্যুণতম লজ্জা বোধও এদের নাই।
Total Reply(0)
Sajjad Khan ১৪ জুন, ২০২২, ৬:৫৪ এএম says : 0
মনে হয় ভিতরে বেজাল আছে হিরো আলম কে দাওয়াত দেন বিচার করে দিবে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন