শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আবার বিজ্ঞাপনের মডেল হলেন ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ২০১৪ সালে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী তানভীর হাসানের নির্দেশনায় গ্রামীণফোনের বিজ্ঞাপনে প্রথম মডেল হয়েছিলেন। সম্প্রতি দ্বিতীয়বারের মতো তিনি একটি পণ্যের মডেল হয়েছেন। ‘ক্ল্যাসিক্যাল হোমটেক্স’ নামে একটি পণ্যের মডেল হিসেবে তাকে দেখা যাবে। এটি নির্মাণ করেছেন সাঈদ খন্দকার ও জেমি সাঈদ। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ফাহমিদা নবী বলেন, ‘এবারের বিজ্ঞাপনের ভাবনাটা আমাকে নিয়েই। আমি একজন সঙ্গীতশিল্পী। গানে গানে ব্যক্তি আমাকেই বিজ্ঞাপনটিতে উপস্থাপন করা হয়েছে। খুবই ভালো লেগেছে কাজটি করে এবং আমি আশাবাদী বিজ্ঞাপনটি প্রচারের পর দর্শকের খুব ভালো লাগবে।’ বিজ্ঞাপনটিতে ফাহমিদা নবীর নিজের গাওয়া একটি গানও ব্যবহার করা হয়েছে। এদিকে দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর প্রথম দ্বৈত অ্যালবাম ‘এক আকাশের গান’র কাজ দ্রæত এগিয়ে চলেছে। আশা করা হচ্ছে, আগামী ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারবেন। অ্যালবামের সবগুলো গান লিখেছেন জুলফিকার রাসেল। এদিকে সম্প্রতি সৈয়দ শামসুল হকের লেখা শেষ কবিতা নিয়ে একটি গান গেয়েছেন ফাহমিদা নবী। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে লেখা লেখা শেষ কবিতা ‘মৃত্তিকার ঘন অন্ধকারে’ কবিতাটি লিখেছিলেন। সেই কবিতাকে সুর করেছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক শেখ সাদী খান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন