বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

৭০ জোড়া আফগান তরুণ-তরুণীর বিয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২২, ১২:০৩ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে একসাথে ৭০ জোড়া তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার একটি সম্মিলিত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, তালেবান যোদ্ধাদের নিরাপত্তায় অনুষ্ঠিত ওই বিয়ে অনুষ্ঠানে কয়েক শ’ অতিথি উপস্থিত ছিলেন। সা¤প্রতিক সময়ে আফগান সমাজে এটিই সবচেয়ে বড় বিবাহ অনুষ্ঠান। এএফপির বরাতে জিও নিউজ দাবি করে-দেশটিতে বিয়ের খরচাদি একটু বেশি। কিন্তু এই সম্মিলিত বিয়েতে বরদের খরচ অনেক কম হয়েছে। আব্দুল্লাহ নামে এক বর জানান, তিনি বিয়ের জন্য আট বছর অপেক্ষা করেছেন। তার কাছে বিয়ের করার মতো অর্থ ছিল না। তাই এই সম্মিলিত আসরে বিয়ে করছেন তিনি। বিয়েতে বরদের পরনে সাদা সেলোয়ার-কামিজের সাথে মাথায় ছিল ঐতিহ্যবাহী আফগানি টুপি। আর কনেরা পরেছিলেন সাদা গাউনের ওপর মোটা সবুজ চাদর। বরেরা আর কনেরা ছিলেন আলাদা আলাদা জায়গায়। তালেবান নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশটিতে বিয়েতে অতিরিক্ত খরচ ও অপচয় অপছন্দ করা হয়। সোমবারের এই অনুষ্ঠানে নাচ-গান ও বাজনা-বাদ্য সম্প‚র্ণ নিষিদ্ধ ছিল। বিয়ের অনুষ্ঠান প্রাণবন্ত হয় ঐতিহ্যবাহী বক্তৃতা আর শের-কবিতা আবৃত্তিতে। জিও নিউজ, উর্দু মিডিয়াম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ইউসুফ ২ জুলাই, ২০২২, ১১:২৮ এএম says : 0
বিসমিল্লাহ্ যেখানে ইসলামের পবিত্র শরিয়ত প্রাধান্য পায়, সেখানে বিবাহ ও জীবন-যাত্রা এমনই সহজ হয়ে যাওয়াই যুক্তিযুক্ত। আল্লাহ তা’আলা তা লি বা ন সরকারকে হক্বের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং বাতিলকে চূর্ণ-বিচূর্ণ করে দিন, আমীন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন