বিনোদন ডেস্ক : এটিএন বাংলায় আজ বিকাল ৩টা ৪৫মিনিটে প্রচার হবে দর্শক চাহিদাভিত্তিক সঙ্গীতানুষ্ঠান ‘মিউজিক অন ডিমান্ড’। সামাজিক যোগাযোগ মাধ্যম ইমেইল, ফেসবুক ও টুইটারের মাধ্যমে অনুরোধ জানানো গানগুলো প্রচার করা হবে এ অনুষ্ঠান। ২২ মিনিট ব্যপ্তির এ অনুষ্ঠানটি ৩টি সেগমেন্ট নিয়ে সাজানো হয়েছে। মুক্তি পাওয়া এবং সপ্তাহের জনপ্রিয় মিউজিক ভিডিওর ক্লিপিং নিয়ে অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট ‘নিউ ফাইভ’। এরপর রয়েছে দর্শকদের অনুরোধ করা গান নিয়ে ‘অন রিকোয়েস্ট। আর সর্বশেষ সেগমেন্ট হলো প্রিয় সেলিব্রেটির সঙ্গে আড্ডা। সামিয়া জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নন্দিনী ইসলাম। অনুষ্ঠানে এ পর্বের অতিথি শিল্পী মিলন মাহমুদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন