শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ওসমানীনগরে আবারও স্কুল ছাত্রের লাশ উদ্ধার

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৮:৩৮ পিএম

ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো স্কুল ছাত্র ইমরান আহমদ শাওনের (১৭) লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুন) সকালে পুলিশ তার বসতঘর থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। শাওন ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণগ্রাম গ্রামের হিরন মিয়া ছেলে ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

থানা সুত্রে জানা গেছে, বাসার সবাই রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ৪টার দিকে শাওনের মা ফজরের নামাজের পড়ার জাগাতে যান। তার রুমে গিয়ে দেখেন রুমের সিলিং ফ্যানের সাথে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো লাশ। খবর পেয়ে সকালে পুলিশ এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে

 

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করি। শাওনের লাশ থানা নিয়ে আসা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার একই স্কুলের ছাত্র ও ওসমানীনগর উপজেলারয় গয়নাঘাট এলাকার প্রান্ত দেব (১৭) নামের স্কুলের ছাত্রে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার থানা পুলিশ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন