অভিনেত্রী ক্যারি ফিশার কিছুদিন আগে হ্যারিসন ফোর্ডের সঙ্গে প্রেম করার কথা স্বীকার করেছেন। তিনি জানান, ১৯৭৬ সালে তিনি অভিনেতাটির সঙ্গে তিন মাস প্রেম করেছিলেন এবং তা প্রকাশ করার জন্য তিনি যথাযথ সময় অপেক্ষা করেছেন।
৬০ বছর বয়সী অভিনেত্রীটি মূল ‘স্টার ওয়ার্স’ ট্রিলজিতে প্রিন্সেস লিয়ার ভ‚মিকায় অভিনয় করেছেন আর ফোর্ড করেছেন হান সোলোর ভূমিকায়। ফিশার জানান, স¤প্রতি একটি ডায়েরির লেখা দেখেই ফোর্ডের সঙ্গে তার সেই প্রেমের স্মৃতি মনে পড়ে যায়।
“হ্যারিসন খুব গোপনীয়তা-প্রিয় একজন মানুষ, তবে আমার মনে হয় আমি যথাযথ সময় অপেক্ষা করেছি। আমি আর কতটা অপেক্ষা করতে পারে?” তিনি জানান।
ফিশার তার স্মৃতিকথা ‘দ্য প্রিন্সেস ডায়েরিস্ট’-এ এই স্মৃতিটিও অন্তর্ভুক্ত করবেন। তিনি বলেন, “৪০ বছর কেটে গেছে! আমি দীর্ঘদিন এই বিষয়ে কারো কাছে মুখ খুলিনি। তবে এখন আর এর কারণে কারো সেভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।”
তিনি বলেন, “আমি তাকে বিব্রত করতে চাইনি। আমি অনভিজ্ঞ ছিলাম, তবে তার ওপর ভরসা করেছিলাম। তিনি দয়ালু ছিলেন।” সেসময় ফোর্ডের বয়স ছিল ৩১ আর তার ১৯।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন