শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মোবাইল ফোনে শর্টফিল্মের শুটিং

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০২ এএম

মোবাইল ফোনে শুটিং করা হলো শর্টফিল্ম। সম্প্রতি নতুন মডেলের একটি স্মার্টফোন ভিভো এক্স৮০ ৫জি’র প্রচারণার অংশ হিসেবে ‘চক্রাকার’ নামে একটি শর্টফিল্ম নির্মাণ করেন নির্মাতা রনি ভৌমিক। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এর শুটিং করা হয়েছে। মুক্তি পেয়েছে ভিভো বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটে। অভিনয় করেছেন আফসানা মিমি, নোভা ফিরোজ, ইয়াশ রোহান ও আরিয়ান মোহাম্মদ দিহান। রনি ভৌমিক বলেন, মোবাইল ফোন দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে, এটার ব্যবহার সহজ, অনেক ডাইনামিক শট নেওয়া যায়। মোবাইল ফোনে শুট করার অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। আমরা যারা প্রফেশনালি কাজ করি, তাদের জন্য এটা চ্যালেঞ্জিং। যারা নতুন নির্মাতা, তারা যে গল্পটি বলতে চান, সেটি অকপটে একটি ভালো মোবাইল ফোন দিয়ে শুট করতে পারেন। বড় আয়োজনের অপেক্ষা না করে এভাবে সহজেই দর্শকদের সামনে নিজেদের কনটেন্ট নিয়ে হাজির হতে পারেন নতুন নির্মাতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন