শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনেমায় সুস্থ প্রতিযোগিতা হোক

হাবিবুর রহমান : | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২২, ১২:০৩ এএম

বহুদিন পর গত শুক্রবার একসপ্তাহে একসঙ্গে মুক্তি পেয়েছে দুটি সিনেমা তালাশ ও অমানুষ। সিনেমা দুটি ৯৪টি হলে মুক্তি পেয়েছে। একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পাওয়ার বিষয়টি চলচ্চিত্র সংশ্লিষ্টরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এ ধারা অব্যাহত থাকলে ধীরে ধীরে চলচ্চিত্র চাঙ্গা হয়ে উঠবে। তালাশ সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির এবং অমানুষ পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমা দুটি দর্শকের কাছে পৌঁছে দেয়ার জন্য ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। ঢাকাসহ বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে সিনেমা দুটির পোস্টার সাঁটানো হয়েছে। মুক্তির আগে অনন্য মামুন তার ফেসবুক স্ট্যাটাসে একসঙ্গে দুটি সিনেমা মুক্তির বিষয়টি চলচ্চিত্রকে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে দেখা যাচ্ছে, মামুন ইতিবাচক আশাবাদ ব্যক্ত করলেও তার সিনেমার পোস্টার দিয়ে তালাশ সিনেমার পোস্টার ঢেকে দেয়া হচ্ছে। তালাশের পোস্টারের উপর অমানুষের পোস্টার লাগিয়ে দেয়া হচ্ছে। এটাকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা খুবই নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, সিনেমা সিনেমায় প্রতিযোগিতা থাকবে এবং থাকা ভালো। তবে তা সিনেমার গুণাগুণ অনুযায়ী, দর্শকের মধ্যে থাকবে। মাঠে দেখা যাবে, দর্শক কোনটি গ্রহণ করছে আর কোনটি গ্রহণ করেনি। এখন এ প্রতিযোগিতায় যদি একটি সিনেমা আরেকটি সিনেমার প্রচার-প্রচারণায় বাধাগ্রস্ত করে, তবে তা গ্রহণযোগ্য নয়। এটা খুবই নিন্দনীয় যে, ‘তালাশ’র পোস্টার ছিঁড়ে ও তার উপরে ‘অমানুষ’র পোস্টার সাঁটানো। এ ব্যাপারে সৈকত নাসির তার ফেসবুকে এক পোস্টে লিখেন একটা সিনেমার পোস্টারের উপর আর একটা সিনেমার পোস্টার লাগানো কি উচিত? এই ধরনের মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি লিখেন, প্রতিটি কাজের প্রতিযোগিতা থাকবেই। তাই বলে এভাবে নেতিবাচক কর্মকাণ্ড কেন? প্রতিযোগিতা হোক কাজ দিয়ে, সিনেমার পর্দায়। বিষয়টি সত্যিই দুঃখজনক। আশা করি, আগামীতে এ ধরনের নেতিবাচক কাজ থেকে তারা দূরে থাকবেন। ‘অমানুষ’র জন্য সবসময় শুভকামনা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, দুটোই আমাদের সিনেমা। এ ধরনের কাজ আশা করি না। আমরা চাই, এগিয়ে যাক আমাদের সিনেমা। আশা করছি, ভবিষ্যতে এ ধরনের মানসিকতা থেকে সংশ্লিষ্টরা বের হয়ে আসবে। অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এটা তো আমার কাজ না, প্রডাকশন থেকে লাগানো হয়েছে। এ নিয়ে মন্তব্য করতে চাই না। উল্লেখ্য, ‘তালাশ’ সিনেমা দিয়ে প্রথমবার বড় পর্দায় অভিষেক হয়েছে নবাগত নায়ক আদর আজাদের। তার বিপরীতে অভিনয় করেছেন শবনম ইয়াসমিন বুবলী। আর ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন