শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পায়ের আওয়াজ পাওয়া যায়-এর ৪০ বছর পূর্তি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চার দশক আগে ১৯৬৬ সালের ২৫ নভেম্বর নাট্যদল থিয়েটার-এর মুক্তিযুদ্ধের নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’-এর প্রথম মঞ্চায়ন হয়েছিল মহিলা সমিতি মিলনায়তনে। কালজয়ী কাব্যনাট্যটি প্রদর্শনীর ৪০ বছর পূর্তি হবে ২৫ নভেম্বর। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ১৭৪তম প্রদর্শনী হবে। শুরুতে থাকবে ৪০ বছর পূর্তির সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা। নাটকটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। মঞ্চে আসার পর দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয় নাটকটি। ১৯৮১ সালের ২০ মার্চ দক্ষিণ কোরিয়ার সিউলে আইটিআই আয়োজিত পঞ্চম তৃতীয় বিশ্ব নাট্যোৎসবে নাটকটির দুটি প্রদর্শনী হয়। ভারতের বাইরে বহির্বিশ্বে এটি ছিল বাংলাদেশের প্রথম কোনো নাট্যদলের মঞ্চায়ন। ১৯৯০ সালের ২৩ মার্চ নাটকটির শততম মঞ্চায়ন হয়। মাঝে প্রায় দশ বছর নাটকটির মঞ্চায়ন হয়নি। বিরতির পর নতুনভাবে এ প্রযোজনার নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একমাত্র ফেরদৌসী মজুমদারই নাটকটির সব প্রদর্শনীতে অভিনয় করেছেন। প্রথম মঞ্চায়নের অভিনয়শিল্পী কেরামত মওলা এখন আবার নিয়মিত অভিনয় করছেন। এ ছাড়া গত ৪০ বছরে প্রায় ৭০ জন অভিনয়শিল্পী বিভিন্ন পর্যায়ে এ নাটকে অভিনয় করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন