শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শ্রীলঙ্কার সঙ্গীত পরিচালকের সুরে গাইলেন হৃদয় খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১২:০২ এএম

শ্রীলঙ্কার সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা থিলায়ামপালার সুরে এবার গানে কণ্ঠ দিলেন হৃদয় খান। গানটি লিখেছেন গুঞ্জন রহমান। গত ৫ জুন রাজা থিলায়ামপালার সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। তবে এখনও গানটির শিরোনাম ঠিক হয়নি। গানটির তত্ত্বাবধানেও রয়েছেন গীতিকার গুঞ্জন রহমান। তিনি বলেন, ইতোমধ্যেই গানটি আমার হাতে এসে পৌঁছেছে। শুনে আমার মনে হয়েছে, হৃদয় খান তার ক্যারিয়ারের সেরা গানটিই গেয়েছেন। শ্রোতারা শুনলে বিষয়টি বুঝতে পারবে। এদিকে, নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন হৃদয় খান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল হৃদয় খান থেকে প্রকাশ করেন ‘কী করে ভুলেছ’ শিরোনামের গান। মিলন মাহমুদের লেখা এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনাও করেন হৃদয় খান নিজেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন