শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে বিটিভিতে বিশেষ আয়োজন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১২:০২ এএম

আগামী ২৫ জুন উদ্ভোধন হবে স্বপ্নের পদ্মাসেতু। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। এ দিন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এছাড়াও বিটিভির স্টুডিও থেকে সরাসরি পদ্মা সেতুর উপর বিশেষ সঙ্গীতানুষ্ঠান এবং কবিতা পাঠের অনুষ্ঠান প্রচার হবে। সরাসরি প্রচারিতব্য ‘এই সময়’ অনুষ্ঠানের এ দিনের পর্বটি সাজানো হয়েছে সেতু উদ্বোধনকে ঘিরে। এছাড়া জুন মাস জুড়ে প্রচারের জন্য নির্মিত হয়েছে প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান, ১০টি ফিলার ও দুটি ফিলার গান। গান দুটি রচনা করেছেন মোকাম আলী খান এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার। পদ্মা বিজয়ের এ গান দুটির ‘পদ্মার ওপর পদ্মা সেতু এখন তো আর মুখের গল্প নয়’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী। ‘পদ্মা সেতু বিজয় গাথা ইতিহাসে বিস্ময়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, কোনাল, ঝিলিক, সাব্বির, কিশোর, রাজীব ও ঝিলিক। এছাড়াও প্রতিদিনের সংবাদে প্রচার হচ্ছে পদ্মাসেতুর উপর বিশেষ প্রতিবেদন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Harunur rashid ১৯ জুন, ২০২২, ৯:৪৮ পিএম says : 0
My place under water these nuts wants show. Sick. Sick. Sick.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন